ভারত-ইংল্যান্ড( india-england) দ্বিতীয় টেস্টে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ সিরাজ( mohammad siraj)। নিয়েছেন চার উইকেট। লর্ডসে নেমেই নিজের সেরা পারফরম্যান্স দিয়ে সমলোচকদের উদ্দেশে এক অভিনব উপায়ে বার্তা দিলেন তিনি। এক একটা উইকেট নিতেই মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকার কথা বলেন সিরাজ। আর এই উচ্ছ্বাসই নাকি আসলে তাঁর সমালোচকদের উদ্দেশে।

এই নিয়ে তিনি বলেন,” সমালোচকরা মাঝেসাঝেই আমার উদ্দেশে অনেক কথা বলে। আমি নাকি এটা পারি না, ওটা পারি না। তাই এই উচ্ছ্বাসের মাধ্যমে ওদের মুখ বন্ধ করাতে চেয়েছি আমি। আমি চাই ওরা আমার পাশে থাকুক। এটাই এখন আমার উচ্ছ্বাসের নতুন ধরন। ”
বল হাতে চার উইকেট নেওয়ার পিছনে দলের কৃতিত্বকেই তুলে ধরলেন সিরাজ। বললেন,” প্রথম দিকে পর পর তিনটে উইকেট পেয়েছিলাম আমরা। জোরে বোলাররা ক্রমাগত এক জায়গায় বল করে গিয়েছে। এটাই আমাদের পরিকল্পনা ছিল। ইংরেজ ব্যাটসম্যানরা এতে চাপেও পড়েছে। আমাদের যা পরিকল্পনা ছিল সেটাই করেছি। তার ফলে সাফল্য পেয়েছি আমরা।”
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস










































































































































