লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) অংশ নেওয়া সকল ভারতীয় ক্রীড়াবিদদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)। ‘ওঁরা শুধু আমাদের মন জয় করেননি, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’ ঠিক এই ভাবেই নীরজ চোপড়া( Neeraj chopra), মীরাবাই চানু( Mirabai chanu), মেরিকমদের( Merykom) উদ্দেশে বললেন মোদি।

এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবসের দিন জাতীর উদ্দেশ্যে ভাষণের সময় মোদি বলেন, “টোকিও অলিম্পিক্সে যে সব অ্যাথলিট আমাদের গর্বিত করেছেন, তাঁরা আজ আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন। দেশবাসীকে বলব, আজ ওঁদের কৃতিত্বকে সাধুবাদ জানাতে। ওঁরা শুধু আমাদের মন জয় করেননি, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।”

এরপাশাপাশি তিনি বলেন,” আগে খেলাধুলোকে গুরুত্ব দেওয়া হত না। নতুন শিক্ষানীতিতে খেলাকে অতিরিক্ত বিষয় হিসেবে দেখা হবে না। এটিকে পঠনপাঠনের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা হোক বা খেলাধুলো, বোর্ডের পরীক্ষা হোক অলিম্পিকস মেডেল, আমাদের মেয়েরা দারুণ প্রদর্শন করেছে।”
আরও পড়ুন:ক্ষমা চাইলেন ভিনেশ, সন্তুষ্ট নয় কুস্তি ফেডারেশন










































































































































