কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে দেখে আজও অবাক হওয়ার পালা। কখনও চা বিক্রি করে আবার কখনও ঘোড়ার গাড়ি টেনে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে অভিনব উপায়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন। আবার কখনও রিক্সা টেনে পরিবহনের নীতি নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রকে। এবার ফের সবজি বিক্রি করে আজ তাক লাগিয়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন- স্বাধীনতা দিবসের দিনে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পার-বোলারোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৪
রবিবার শহরে ঘুরে ঘুরে কড়া বিধিনিষেধের সময় মানুষের পাশে দাঁড়াতে সবজি বিক্রি করেছেন মদন মিত্র। বাজারের অগ্নিমূল্যের জন্য মাত্র ১ টাকায় পাঁচ কেজি সবজির এই বাজার মাঝে মাঝেই নিয়ে বসবেন বলে জানিয়েছেন মদন মিত্র।
আজ ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন নিউ মার্কেট চত্বরে কাঁচা সবজি বিক্রি করলেন মদন মিত্র। সঙ্গে গাইলেন গানও। হরেকমাল ১ টাকা, পাঁচ কেজি সবজি ১ টাকা বলে বিক্রেতাদের মতই সুরে হাঁক দিচ্ছিলেন তিনি। সঙ্গে বলছিলেন, ‘এটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, আমাগো ত্রিপুরা আমাগোর কাছেই আনুম।’ এরই মাঝে সঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বক্সিং করার জন্য রিং-এ চ্যালেঞ্জ জানালেন মদন মিত্র।


































































































































