রাত পোহলেই রাজ্যজুড়ে পালিত হবে “খেলা হবে” দিবস (Khela Hobe Divas)। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, আট থেকে আশি মেতে উঠবে খেলায়। “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল…”, ফলে খেলা হবে দিবসে মূলত ফুটবলে মেতে উঠবে সকলে। যদিও অন্যান্য খেলাও হবে।

আর খেলা হবে দিবসকে সামনে রেখে রাজ্যের শাসক তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) উদ্যোগ কলকাতার বেলেঘাটার (Beleghata) সুভাষ সরোবরের (Subash Sorobor) মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সেলের সদস্যদের নিয়ে এই দিনরাতের সেভেন সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলা হবে দিবস পালনের পাশাপাশি এই টুর্নামেন্টের মাধ্যমে তারা করোনা সচেতনতারও বার্তা দিতে চাইছেন। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে “কোভিড থার্ড ওয়েভ অ্যাওয়ারনেস কাপ”। সোমবার সকাল ১০ টায় টুর্নামেন্টের উদ্বোধন। অনুষ্ঠানে হাজির থাকবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মনোজ তেওয়ারি, প্রাক্তন ফুটবলার ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া-সহ আরও অনেকে। সংগঠনের পক্ষে টুর্নামেন্টের আয়োজন করছে সংগঠনের লিগ্যাল সেল। সহযোগিতায় থাকছে মেডিক্যাল সেল। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুন- ত্রিপুরায় আক্রান্ত দোলা-অপরূপা: ফোন মমতার, জঙ্গলরাজের সন্ত্রাস: তীব্র প্রতিক্রিয়া কুণালের

































































































































