”খেলা হবে” দিবস উপলক্ষ্যে রাজ্য সরকারের ক্রীড়া দফতরের সহায়তায় সোমবার একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা IFA. এই ম্যাচে মাঠে নামবে ভারতের জাতীয় ফুটবল দলের সদস্যরা। প্রতিপক্ষ IFA একাদশ, অর্থাৎ বাংলা ফুটবল দল।সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ।

করোনা মহামারি আবহে সমস্ত সরকারি কোভিড বিধি মেনেই খেলা হবে দিবসের দিন পালন করা হবে এই ম্যাচ। এমনটাই জানিয়েছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়। যুবভারতীর এই প্রীতি ম্যাচে ভারতীয় দলের তরফে থাকছে আদিল খান। এছাড়াও থাকছেন আরও একাধিক আকর্ষণীয় প্লেয়ার। পাল্লা দিতে বাংলা দলে কৌশিক সরকার ও অভিষেক খেলায় অংশগ্রহণ করবেন। যদিও ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে এই খেলায় পাওয়া যাচ্ছে না, এমনটাই খবর।

ম্যাচের সূচনা অনুঠানে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া ও যুবকল্যান দফতরের প্রতিমন্ত্রী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও থাকবেন AIFF সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা IFA চেয়ারম্যান সুব্রত দত্ত, IFA সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব জয়দীপ মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ক্রীড়া প্রশাসক ও ক্রীড়া ব্যক্তিত্বরা। দীর্ঘদিন পরে যুবভারতী ক্রীড়াঙ্গনে কোন ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচ ঘিরে তাই বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। যুবভারতীর মায়াবী আলোয় এখন ম্যাচ শুরুর অপেক্ষা।

এর আগে এদিন ১৬ জন অমর ফুটবল শহিদের স্মৃতি তর্পণ-এ প্রতি বছরের মতো এ বছরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবার রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় দলের প্রাক্তন গোলকিপার সুব্রত পালের স্বাক্ষর করা সার্টিফিকেট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই রক্তদান শিবির। কলকাতা ছাড়াও জেলায় জেলায় IFA-এর অধীনে থাকা প্রতিটি সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করবে।

IFA পরিচালিত “ফুটবল প্রেমী” দিবসের এই বৃহৎ রক্তদান শিবিরে সকাল সাড়ে দশটায় নেতাজি ইন্ডোর আসবেন ক্রীড়মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও দিনভর অতীত ও বর্তমানের দিকপাল ফুটবলাররা রক্তদাতাদের উৎসাহ দিতে আসবেন।
এছাড়াও এদিন কলকাতা ফুটবল লিগ-সহ IFA পরিচালিত বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের সঙ্গে টাইটেল স্পনসর হিসেবে গাঁটছড়া বাঁধতে চলেছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আনুষ্ঠানিক সেই ঘোষণার সন্ধিক্ষণে আইএফএ কর্তাদের সঙ্গে থাকবেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আচার্য সত্যম রায় চৌধুরী। শুধু তাই নয় এদিন “খেলা হবে” দিবস উপলক্ষে ময়দান চত্বরে IFA-এর নিজস্ব একটি মাঠের সূচনা হবে। যেখানে বাংলার মেয়েরা একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেবেন।
এছাড়াও কলকাতার ১৪৪টি ওয়ার্ডের পুরসভার পক্ষ থেকে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্লাব এই খেলাতে অংশগ্রহণ করবে। যেখানে বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর, বোরো চেয়ারম্যানরা থাকবেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই বল বিলি করা হয়েছে। পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম নিজেও বল পায়ে মাঠে নামবেন বলে জানিয়েছেন। প্রশাসক মন্ডলীর খেলার দায়িত্ব থাকা সদস্য তথা রাসবিহারির বিধায়ক দেবাশিস কুমার খেলতে নামবেন দেশপ্রিয় পার্কে। খেলা হবে দিবসে
শিক্ষক বনাম প্রাক্তনী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে শিয়ালদহ টাকি বয়েজ স্কুল। বিদ্যালয় মাঠে দুপুর ১টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে থাকবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এছাড়াও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উদ্যোগে তাঁর বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে শান্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে “খেলা হবে” দিবস অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- খেলা হবে দিবস: TMCP-এর উদ্যোগে সুভাষ সরোবরে ফুটবল টুর্নামেন্ট






























































































































