৭৫তম স্বাধীনতা দিবসে দেশের মাটিকে প্রণাম জানিয়ে দেশপ্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা সেই গানের একটি ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশও করলেন নিজেই।
মুখ্যমন্ত্রী লেখেন, ‘ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। ‘ এরপর নিজের লেখা গানের কয়েকটি লাইন উদ্ধৃত করে তিনি লেখেন-
“এই ধরণীর মাটির বাঁধন
বাঁধুক জোরে মোদের,
সোনার চেয়েও যে খাঁটি
দেশটা সবার নিজের।”
সেইসঙ্গে তিনি আরও লেখেন, ‘ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’
উল্লেখ্য আজ ৭৫তম স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। করোনা বিধিনিষেধ মেনেই স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালিত হবে। বাংলা জয়ের পর আজকের বিশেষ দিনে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে তাকিয়ে রয়েছে অনেকেই।



































































































































