কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে খুন, তদন্তে এন্টালি থানার পুলিশ

0
1

চোর সন্দেহে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ১৬ বছরের এক কিশোরকে। মৃতের নাম মহম্মদ সোনু।মৃত কিশোরের বাড়ি এন্টালির ডি সি দে রোডে। ইতিমধ্যে এন্টালির এই নৃশংস ঘটনায় ৩ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে ট্যাংরা পোস্ট অফিসের কাছ থেকে উদ্ধার করে রাত সাড়ে ৩টে নাগাদ এনআরএসে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।এরপর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তারপরই গনপিটুনিতে কিশোরের মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এনআরএস হাসপাতাল চত্বরে।  কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। পুলিশ সূত্রের খবর, মৃতের গলা, দুই হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কেন ওই কিশোরকে পিটিয়ে মারা হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না: ত্রিপুরায় স্পষ্ট বার্তা তৃণমূল নেতৃত্বের

ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, রাত পৌনে ২টো নাগাদ নাবালককে ধাওয়া করছে তিনজন। প্রাণ বাঁচাতে প্রায় সাড়ে ৩০০ মিটার দৌঁড়য় ওই কিশোর। গলায় গুরুতর আঘাত থাকা সত্ত্বেও নাবালককে রাস্তায় ফেলে পেটানো হয় বলে পুলিশ জানতে পেরেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্তকরণের চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নেশখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ওই কিশোর। এই ছিল তাঁর অপরাধ। তাতেই কিশোরকে পিটিয়ে মারে ওই দুষ্কৃতীরা।