ভারত-ইংল্যান্ড( India-england) দ্বিতীয় টেস্টে আর অশ্বিনের( R Ashwin) প্রথম একাদশে জায়গা না হওয়া নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কর( Sunil Gavaskar)। কেন এত অভিজ্ঞ স্পিনারকে দলে নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
এদিন এক সংবাদমাধ্যমে গাভাস্কর বলেন,” বল হাতে ওর মতো অভিজ্ঞ স্পিনার বেশি নেই। ব্যাট হাতেও অশ্বিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘরের মাটিতে ইংল্যান্ডে বিরুদ্ধে দারুণ ভুমিকা পালন করেছিল অশ্বিন। আমি মনে করি, বিশ্বের যে কোনও টেস্ট দলের প্রথম একাদশে ওর জায়গা পাওয়া উচিৎ।”
দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছেন অশ্বিন। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতেও অজিদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। তবে এক্ষেত্রে কেন ইংল্যান্ডের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে অশ্বিনকে, তা নিয়ে ক্রিকেট মহলে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস