উত্তর ২৪ পরগনা খড়দায় (Khardah) গুলি করে খুন তৃণমূল নেতা (Shoot out Tmc Leader)। মৃত তৃণমূল নেতার নাম রণজয় শ্রীবাস্তব । তিনি ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক ছিলেন। জানা গেছে, শুক্রবার রাতে এক সঙ্গীর সাথে গাড়ি নিয়ে তিনি বিটি রোড ধরে যাচ্ছিলেন । অভিযোগ, খড়দার বড়পট্টি এলাকায় তৃণমূল নেতার গাড়ি পৌঁছতে তাদের লক্ষ্য করে গুলি-বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল নেতার গলার নিচে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ।
জানা গিয়েছে ঘটনাস্থলেই আগে থেকে বসেছিল দুষ্কৃতীরা। তারা রণজয়কে দেখতেই প্রচন্ড গালিগালাজ শুরু করে দেয় । পাল্টা উত্তর দেয় রণজয় ও তার সঙ্গী । ফলে মুহূর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এরপরই রণজয়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পাঁচজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তবে এর পিছনে আর অন্য কোন মাথা আছে কিনা বা আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে । যদিও স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে। বিজেপির মদতেই এ কাজ হয়েছে বলে দাবি তৃণমূলের। যদিও এ নিয়ে বিজেপি এখনো কোনও প্রতিক্রিয়া জানায়নি।