ভারত-ইংল্যান্ড( India-england) দ্বিতীয় টেস্টে ( 2nd test) দ্বিতীয় দিনের শেষে ২৪৫ রানে এগিয়ে ভারত( india)। প্রথম ইনিংসে ভারতের রান সংখ্যা ৩৬৪। সৌজন্যে কে এল রাহুলের( k l rahul) দুরন্ত ব্যাটিং। ১২৯ রান করেন ভারতের এই ওপেনার। রাহুলের ইনিংসে মুগ্ধ আরেক ওপেনার রোহিত শর্মা( Rohit sharma)। সাংবাদিক সম্মেলনে এসে রাহুলের প্রশংসায় মাতলেন তিনি।
সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আমার দেখা এটি রাহুলের সেরা ইনিংস। ঠিক যে পরিকল্পনা সাজিয়ে এসেছিল ও, ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী ব্যাট করেছে রাহুল। ম্যাচের প্রথম বল থেকে দিনের শেষ বল পর্যন্ত বিপক্ষকে কোনও সুযোগ দেয়নি। নিজের পরিকল্পনার উপরে আস্থা ছিল ওর। আর একজন ব্যাটসম্যান যদি নিজের পরিকল্পনার উপর থেকে আস্থা না হারায়, তবে সে সফল হবেই।”
আরও পড়ুন:“কেন অশ্বিনকে দলে নেওয়া হচ্ছে না”? প্রশ্ন তুললেন গাভাস্কর