২৫ জন অতিথি, ২০টি ট্যাবলো! করোনা বিধি মেনেই রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন

0
4

কোনওরকম ঝুঁকি নয়। ১৫ অগাস্ট কোভিড বিধি (Kovid Protocal) মেনেই এবারও রেড রোডে (Red Road) উদযাপিত হবে স্বাধীনতা দিবস (Independentce Day)। কাটছাঁট করা হল আড়ম্বরে। করোনা (Corona) বিধি মেনেই বেশ কিছু নতুন নিয়ম জারি হয়েছে।

কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, দমকল, ডি এম জি- সহ মাত্র ২০ টি ট্যাবলোর অনুমতি দেওয়া হয়েছে। অতিথি সংখ্যাও এক চতুর্থাংশ করা হয়েছে। ১০০ জনের বসার জায়গায় মাত্র ২৫ জনের বসার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বসার মঞ্চের ঠিক উল্টো দিকে বিশাল এলইডি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। গোটা রেড রোড চত্বরে ৫০০টি সিসিটিভি ক্যামেরা থাকবে। নিরাপত্তা নিশ্চিদ্র করতে তিনটি ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে রেড রোডের মূল অনুষ্ঠানে এবং শহর জুড়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। করোনা মহামারি আবহে এ বছরেও রেড রোডের অনুষ্ঠানে সাধারণ দর্শকের জন্য অবাধ প্রবেশ থাকছে না। সব মিলিয়ে দর্শকশূন্য রেড রোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা হবে।

আরও পড়ুন:আজও বৃষ্টি হবে, তবে রোদের দেখাও মিলবে