আচমকা ত্রিপুরা সফরে রাজীব, জল্পনা রাজনৈতিক মহলে

0
1

আচমকাই ত্রিপুরা সফরে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। নির্বাচনের আগে জোড়া ফুল ছেড়ে পদে নাম লিখিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নির্বাচনে পদ্ম প্রতীকে লড়ে ভরাডুবি হয়। এরপরেই একটু একটু করে দূরত্ব বেড়েছে বিজেপির (Bjp) সঙ্গে। বিজেপির কোনো অনুষ্ঠানেই তাঁকে এখন আর দেখা যায় না। সেই রাজীব বন্দ্যোপাধ্যায় আচমকা ত্রিপুরা (Tripura) গিয়ে উপস্থিত। জল্পনা শুরু এখান থেকেই।

যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকদিন ধরেই তাঁর ইচ্ছে ছিল ত্রিপুরেশ্বরীর মন্দিরে পুজো দেওয়ার, তাই গিয়েছিলেন। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। পুজো দেওয়া ছাড়া আগরতলায় তাঁর পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন মাত্র। এর বাইরে কোনও রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গেই তাঁর দেখা বা আলোচনা হয়নি। তিনি ত্রিপুরা গিয়েছিলেন বৃহস্পতিবার; শনিবার ফিরেছেন। কিন্তু যে সময় তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা ত্রিপুরায় রয়েছেন, সেই সময়ই রাজীবের ত্রিপুরা সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- পাহাড় থেকে সমতল, রাজ্যজুড়ে পালিত ‘কন্যাশ্রী দিবস’ advt 19