আজ শনিবারও বৃষ্টি (rainy season) হবে । তবে রোদের দেখাও মিলবে । দিনভর মাঝারি থেকে ভারি বর্ষণের (heavy rainfall) সম্ভাবনা কম। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে শনিবার বৃষ্টি হবে ঠিকই (rainy season) । কিন্তু তারপর বৃষ্টি থেকে রেহাই মিলতে পারে। রবিবার থেকে ঝকঝকে রোদ উঠবে আকাশে । তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে রোদের দেখা মিললেও উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হবে। শনি রবি এবং আগামী সপ্তাহজুড়ে টানা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। এদিকে, বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে আগামী সপ্তাহে ভারী বৃষ্টিতে ভিজতে পারে প্রতিবেশী রাজ্য ওড়িশা।
দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে শনিবারও ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে রবি এবং সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, একটানা বৃষ্টিতে বাড়ছে প্লাবনের আশঙ্কা।