জ্বরে ভুগছেন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনা জয়ী নীরজ চোপড়া(Neeraj Chopra)। এক সংবাদসংস্থার খবর অনুযায়ী গত দু’দিন ধরে জ্বরে ভুগছেন নীরজ। সঙ্গে গলা ব্যাথাও আছে তাঁর। করোনা পরীক্ষা হয়েছে নীরজের, তবে আশা আলো করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর।
দেশে ফিরে আসার পর একাধিক পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছেন নীরজ। সেখানে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। শুক্রবার হরিয়ানা সরকারের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নীরজের। কিন্তু জ্বর আসার কারণেই সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। এদিকে রবিবার স্বাধীনতা দিবসে দিন প্রধানমন্ত্রীর ডাকে লাল কেল্লার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নীরজের। জ্বর আসায় সেই অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:এএফসি কাপ খেলতে মালদ্বীপ পৌঁছাল এটিকে মোহনবাগান