পাশের বারান্দায় লিওনেল মেসি, দেখে চমকে উঠলেন ভারতের অ‍্যাশলিন ম‍্যাথিউ

0
1

হোটেলের পাশের বারান্দায় লিওনেল মেসি( lionel messi)। যা দেখে রীতিমতো চমকে উঠলেন অ‍্যাশলিন ম‍্যাথিউ( ashlin Mathew)। যা দেখছেন তা কী আদৌ কি সত্যি? বিশ্বাসই করতে পারছিলেন না দক্ষিণ ভারতের এই বাসিন্দা।

সদ‍্য পিএসজিতে( Psg) সই করেছেন লিওনেল মেসি। এখনও প‍্যারিসে ঘর খুঁজে পাননি তিনি। তাই এক বিলাশ বহুল হোটেলে লিওকে রেখেছেন পিএসজির কর্তারা। ঘটনাচক্রে মেসি যেই হোটেলে রয়েছেন ভারতের অ‍্যাশলিন ম‍্যাথিউ। বারান্দায় আসতেই মেসি সাক্ষাৎ পেয়ে যান তিনি। সেই মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ম‍্যাথিউ। সেই ভিডিওটিতে পোস্ট করে ম‍্যাথিউ লেখেন,” এক মায়াবী মুহূর্ত।”

আরও পড়ুন:রাহুলের ইনিংসে মুগ্ধ রোহিত