আদি-নব্যর দ্বন্দ্বে বিজেপি (Bjp) ছাড়ছেন চুঁচুড়ার বিজেপি মণ্ডলের প্রাক্তন সহ সভাপতি অলক পাঠক (Alok Pathak)। রবিবার তিনি অন্য একটি রাজনৈতিক দলে যোগদান করছেন বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে বলতে গিয়ে অলক জানান, 1988 সাল থেকে তিনি বিজেপি করছেন। কিন্তু বর্তমানে বিভিন্ন দল থেকে অনেকে বিজেপিতে গিয়ে “মাতব্বরি করছেন”। এতে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে।এখনকার বিজেপির জেলা নেতৃত্ব পুরনো কর্মীদের কোনো রকম সম্মান দেন না। এর জন্য অলক কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বকে দায়ী করেছেন।
অলোক পাঠকের মতে, যে ভাবে বর্তমানে বিজেপি চলছে তাতে অচিরেই 50 বছরের আগের বিজেপিতে পরিণত হবে। তাই তিনি শনিবার তাঁর সহকর্মীদের সঙ্গে আলোচনা করে রবিবার তিনি নতুন দলে যোগ দেবেন।
