সৌমেন্দুও কেন্দ্রীয় জেড! আঙুল চুষছে আদি বিজেপি

0
3

কাঁথির অধিকারী পরিবার চিরকালই নিজেদের হাতে সব রাখতে চায়। এখনও সেটাই অব্যাহত। এ নিয়ে বিজেপির অন্দরে তুমুল রোষ।

সর্বশেষ খবর, অধিকারী পরিবারের আরেক ছেলে সৌমেন্দুকে কেন্দ্রীয় জেড নিরাপত্তা দেওয়া হচ্ছে। বুলেট প্রুফ গাড়ি আসছে। আসছেন জওয়ানরা। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর জেড নিরাপত্তার খবর বিজেপিতে ছড়াতেই ক্ষোভ।একাধিক আদি বিজেপি নেতা বলছেন, আমরা লড়াই করছি। আর তৃণমূলে থেকে সব ক্ষমতা পাওয়া একটা পরিবার বিজেপিতে এসেও একই খেলা খেলছেন। বিষয়টি অনেকেই বিজেপির রাজ্য শীর্ষনেতৃত্বকে জানাচ্ছেন।

advt 19