ফের “বিভ্রান্তিকর” বক্তব্য মুকুলের! কৌশল নাকি অন্য কিছু?

0
1

বিজেপির টিকিটে জেতা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের সাম্প্রতিক ভূমিকায় ক্রমেই তৈরি হচ্ছে ধোঁয়াশা! যা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে,

অসংলগ্ন কথা না পুরোটাই মুকুলের কৌশল?

বিধায়ক হিসেবে মুকুল রায় এখনও বিজেপির। আবার PAC চেয়ারম্যান হিসেবেও বলছেন তিনি নাকি বিজেপি বিধায়ক হয়েই মনোনীত! আবার বিজেপির অভিযোগ, মুকুল রায় দলবদল করে এখন তৃণমূলে। তাহলে কেন প্রথা ভেঙে কৃষ্ণনগরের বিধায়ক পিএসসি চেয়ারম্যান করা হলো। এমনকী, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা।

PAC চেয়ারম্যান হিসেবে নিজেকে যখন বিজেপির বিধায়ক দাবি করছেন, ঠিক তখনই একেবারে উল্টো ভূমিকায় দেখা তাঁকে দেখা যাচ্ছে ত্রিপুরা প্রসঙ্গে। ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদের উপর আক্রমণের অভিযোগে সে রাজ্যের বিজেপির সমালোচনাই করেছেন মুকুল রায়। সেই সঙ্গে আগামী নির্বাচনে ত্রিপুরায় ঘাস-ফুল শিবিরের সম্ভাবনার কথা তুলতে তিনি বলছেন, আগের থেকে ভাল ফল তো হবেই তৃণমূলের।

আরও পড়ুন:অবসরের বয়স বেঁধে সিপিএমের সংগঠনে বিমান বসুদের বিদায় নিশ্চিত করলেন সীতারাম

আবার উপনির্বাচনের প্রসঙ্গ তুলতেই মুকুলের গলায় অন্য সুর। বলছেন বিজেপির হয়ে দাঁড়ালে ভোটে জিতবেন কিন্তু তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে তিনি জিতবেন কি না তা ঠিক করবেন মানুষই। অর্থাৎ, তখন তিনি বিজেপি হিসেবে তুলে ধরছেন।

আবার ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক প্রশ্নে তিনি নিজেকে বলছেন তৃণমূল নেত। দল তাঁকে সেখানে পাঠালে হবেন, এমনই মন্তব্য করছেন মুকুল। ফলে তাঁর ভূমিকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

advt 19