এএফসি কাপ ( Afc cup) খেলতে শনিবার মালদ্বীপ উড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রায় দু’সপ্তাহের প্রস্তুতি সেরে শনিবার সকালে মালদ্বীপের বিমান ধরবেন অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল।

প্রায় দু’সপ্তাহ রয় কৃষ্ণা, প্রীতম কোটালদের ফিটনেস বাড়ানোর পাশাপাশি বল পজিশন, পাসিং ফুটবল ও পেনাল্টি নেওয়ার ওপর জোর দিয়েছেন বাগান কোচ হাবাস। প্রতিদিনই কোনও না কোনও নতুন প্র্যাকটিস করিয়েছেন তিনি। যাতে এএফসি কাপে কোন রকম অসুবিধায় না পড়ে দল, সেই দিকে নজর দিয়েছেন হাবাস। এদিকে দলের সঙ্গে দেরিতে যোগ দিলেও ডেভিড উইলিয়ামসের শারীরিক সক্ষমতায় খুশি বাগান কোচ। এএফসি কাপের আগে নিজের দল নিয়ে সন্তুষ্ট হাবাস।
মালদ্বীপে উড়ে যাওয়ার আগে হাবাস বলেন,”আমি সকল ফুটবলারদের বলে দিয়েছি আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। প্রত্যেককে কঠোর পরিশ্রম করতে হবে। সবাইকে সেরাটাই দিতে হবে।”
প্রথমবার এএফসি কাপ খেলবেন বাগানের প্রানভোমরা রয় কৃষ্ণা। এদিন অনুশীলনের পর তিনি বলেন,” জীবনে প্রথমবার এএফসি কাপ খেলব। প্রতিপক্ষ সম্পর্কে কোন ধারণা নেই। তবে নিজেদের সেরাটা দেব। ক্লাবকে এশিয়ার মানচিত্রে প্রতিষ্ঠিত করার এটাই সূবর্ণ সুযোগ।”
একই কথা শোনা গেল প্রীতম কোটালের গলায়, তিনি বলেন,” চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাব। এর আগেও এএফসি কাপ খেলেছি। তখন সাফল্য পায়নি। তবে এবার আমরা অনেক শক্তিশালী আমাদের দল। তাই এএফসি কাপ নিয়ে অনেক আশাবাদী।”
আরও পড়ুন:ইস্টবেঙ্গলে পালন স্পোর্টস ডে, ফাইনাল চুক্তি নিয়ে কী বললেন লাল-হলুদ কর্তা?










































































































































