লিওনেল মেসির( lionel messi) পর এবার কি এবার পিএসজির( Psg) জার্সিতে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে( Cristiano Ronaldo)? শুক্রবারের পর থেকে সেই জল্পনায় ঘোরাফেরা করছে ফুটবল বিশ্বে।
২০২২ সালে জুনেই রোনাল্ডোর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে জুভেন্তাসের (Juventus)। এরফলে ফ্রি এজেন্ট ফুটবলার হয়ে যাবেন পর্তুগিজ তারকা। ফলে পিএসজি যদি রোনাল্ডোকে দলে নেওয়ার চেষ্টা করে, কোনওরকম ট্রান্সফার ফি দিতে হবে না ফ্রানসের এই ক্লাবকে। আর সেই সুযোগটি নিতে এখন দিয়েই ঝাপিয়ে পড়েছে মেসির দল।
চলতি বছর লিওনেল মেসিকে দলে নিয়ে চমক দিয়েছে পিএসজি। এবার পিএসজির সমর্থকদের আশা ঠিক মেসির মতনই রোনাল্ডোকে সই করাতে সক্ষম হবে পিএসজি।
আরও পড়ুন:মাত্র ২৮ বছর বয়সে অবসর নিলেন উন্মুক্ত চাঁদ