অবসরের বয়স বেঁধে সিপিএমের সংগঠনে বিমান বসুদের বিদায় নিশ্চিত করলেন সীতারাম

0
3

বাস্তব মেনে অবশেষে আলিমুদ্দিনে “পক্ককেশী” তন্ত্রের অবসানে সিলমোহর দিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ফলে বিমান বসুদের সংগঠন থেকে সরে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে বয়স বিধি নিয়ে প্রশ্ন করা হলে সীতারাম ইয়েচুরি বলেন, “স্বাধীনতার পর থেকে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের কোনও সদস্য নেই। ফলে নতুন চিন্তাভাবনা তো করতেই হবে।”

গতকাল, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে বঙ্গ সিপিএমের কাজের ধরনের কড়া সমালোচনা করার পাশাপাশি রাজ্য কমিটি এবং দলের সব ধরনের কমিটিতে সর্বোচ্চ কত বয়স পর্যন্ত নেতারা থাকতে পারবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন ইয়েচুরি। সর্বোচ্চ কত বয়সের নেতারা দলীয় কমিটিতে থাকবেন, তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে সিপিএম৷ এই নির্দেশ খোদ সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি’র।

আরও পড়ুন:অ্যাকাউন্ট বন্ধ, টুইটারকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে তোপ রাহুলের

আলিমুদ্দিন সূত্রে খবর, সংগঠনে বয়স নিয়ে রাজ্য কমিটির বৈঠকে যে ধাপগুলি নিশ্চিত করা হয়েছে,

(১) এরিয়া কমিটিতে নেতাদের সর্বোচ্চ বয়স হবে ৬৫।

(২) জেলা কমিটির ৭০ বছরের বেশি বয়সী কেউই থাকতে পারবেন না।

(৩) ৭২ বছর অতিক্রম করেছেন, এমন কেউই আর থাকতে পারবেন না হবে না রাজ্য কমিটিতে।

(৪) ৬০ পার হওয়া কাউকেই আর নতুন করে সদস্য করা যাবে না।

জানা গিয়েছে, সিপিএমের এই বয়সবিধি নিয়ে দলের অন্দরে প্রবল মতবিরোধ হলেও শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই মানতে বাধ্য হয়েছে রাজ্য কমিটিকে। এর ফলে বছরের পর বছর পদ আটকে বসে থাকার দিন শেষ, সিপিএম এবার নবীন প্রজন্মকে এগিয়ে আনার উপরই জোর দিয়েছে৷ কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্টভাষায় এই নির্দেশ দিয়েছে আলিমুদ্দিনকে৷

সীতারাম ইয়েচুরি পাশাপাশি প্রবল ভর্ৎসনাও করেছেন রাজ্য কমিটিকে৷ ফলে, আলিমুদ্দিনে নিশ্চিতভাবেই আসতে চলেছে রদবদল৷ সাদা চুলের নেতাদের জায়গায় এবার তরুণদের ঠাঁই দিতে চলেছে সিপিএম৷ শুধু তাই নয়, এদিন সাংবাদিক বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত এ রাজ্যে তাঁদের “রেড ভলেনটিয়ার্সদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সীতারাম।

advt 19