ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) বৃহস্পতিবার থেকে শুরু হল ভারত-ইংল‍্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ২৭৬। ব‍্যাট হাতে শতরান কে এল রাহুলের।

২) ফিফা র‍্যাঙ্কিং- একই জায়গায় রইল ভারতীয় দল। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া ফিফা র‍্যাঙ্কিং- এ ১০৫ এই রইল সুনীল ছেত্রীর দল।

৩) ঘরে ফিরলেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বড়গোহাঁই । এদিন লভলিনাকে গুয়াহাটি বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

৪) টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর, বিশ্বর‍্যাঙ্কিংও বড় সাফল‍্য পেলেন নীরজ চোপড়া। একলাফে ১৬ থেকে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের এই অ‍্যাথলিট।

৫) খোলা চুলে, হালকা রঙের শাড়ি পড়ে একেবারে অন‍্যরুপে দেখা গেল টোকিও অলিম্পিক্সের রুপো জয়ী মীরাবাই চানুকে। শাড়ি পড়ে ক‍্যামেরার সামনে আসতেই মুহূর্তে ভাইরাল সেই ছবি।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন