বৃহস্পতিবার থেকে শুরু হল ভারত-ইংল্যান্ড( india-englad) দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ২৭৬। ব্যাট হাতে শতরান কে এল রাহুলের( kl rahul)।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ভারতীয় দল। ৮৩ রান করে আউট হন রোহিত শর্মা। ১২৭ করে অপরাজিত কে এল রাহুল। ৪২ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। ৯ রান করেন পুজারা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কেএল রাহুল ও আজিঙ্কা রাহানে । ইংল্যান্ডের হয়ে দুই উইকেট নেন জেমস অ্যান্ডরসন। একটি উইকেট নেন ওলি রবিনসন। মাঝে বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।
আরও পড়ুন:“সচিনের কিছু হলে জ্যান্ত পুড়িয়ে মারত আমাকে” : শোয়েব আখতার












































































































































