করোনা টিকার শংসাপত্রে নরেন্দ্র মোদির ছবি থাকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। নিন্দায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক নেতৃত্ব থেকে বিশিষ্ট জনেরা। এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, কেন পছন্দ না করলেও সবাইকে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ঘুরে বেড়াতে হবে?
করোনা টিকা নিয়ে কেন্দ্রের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “ধরুন আমি আপনার সমর্থক নই, কেন আমি আপনার ছবি নেব? বাধ্যতামূলকভাবে কোভিড সার্টিফিকেটে (Certificate) আপনার ছবি দিচ্ছেন। আমাকে আপনার ছবি বয়ে বেড়াতে হবে কেন? সাধারণ মানুষের স্বাধীনতা কোথায়? এবার ডেথ সার্টিফিকেটেও আপনার ছবি লাগাতে দিন”। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে- বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- ব্যর্থতার মাঝেই সাফল্য ইসরোর, চাঁদে ফের জলের খোঁজ দিল চন্দ্রযান ২
কোভিড (Covid) সার্টিফিকেটে নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি থাকা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক দানা বেঁধেছে। ভ্যাকসিন (Vaccine) সার্টিফিকেট ডাউনলোড করলেই দেখা যায় সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এদিকে কেন টিকার সার্টিফিকেটে মোদির ছবি থাকবে তা নিয়ে বার বার আপত্তি তুলেছে বিরোধীরা।





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
























































































































