বাংলায় বৃষ্টিপাতের পূর্বাভাস অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।
মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার জন্যই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবাহাওয়া দফতর।
কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।



































































































































