এবার ত্রিপুরায় রওনা দিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন।(Santanu Sen) বিমানবন্দরে পা দিয়েই বলেন, ‘ত্রিপুরায় বিজেপির বিদায় ঘন্টা বেজে গিয়েছে। ত্রিপুরায় বিজেপিকে(Bjp) এক ইঞ্চিও জমি ছাড়া হবে না’।
গত শনিবার ত্রিপুরাতে(Tripura) যুব তৃণমূল(TMC) নেতৃত্বের ওপর হামলা চালায় বিজেপি(BJP)। শুধু তাই নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আক্রান্তদেরই গ্রেফতার করা হয়। এরপরই ত্রিপুরার খোয়াই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ব্রাত্য বসু,(Bratya Basu) দোলা সেন,(Dola Sen) কুণাল ঘোষরা(Kunal Ghosh)। খোয়াই থানায় দীর্ঘ বচসার পর আদালতে ১৪ জন অভিযুক্তকেই জামিন দেন বিচারপতি। তবে আদালতে ওই ১৪ যুবনেতা জামিন পেয়ে যাওয়ায় এবার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের করে ত্রিপুরা পুলিশ। মামলা দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষের পাশাপাশি তৃণমূল নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধেও।
আরও পড়ুন- পরিচারিকাদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছে শ্রম দফতর
বুধবার বিমানবন্দরে পা দিয়েই বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করে সাংসদ শান্তনু সেন বলেন, ‘ত্রিপুরায় বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেকারণেই আমাদের নেতানেত্রীদের শারীরিক নিগ্রহ করছে, গাড়ি ভাঙচুর করছে, বেআইনিভাবে গ্রেফতার করছে। আগামী ১৭ মাস ত্রিপুরায় মাটি গেঁড়ে বসে থাকবে তৃণমূল। FIR করবে কি! এক ইঞ্চি জমিও ছাড়া হবে না’।






























































































































