ফের জামিন (bail) নাকচ হয়ে গেল রাজ কুন্দ্রার (raj kundra)।এবার রাজ কুন্দ্রার (Raj Kundra) জামিনের বিরোধিতা করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার(mumbai police crime branch) অফিসাররা। কারণ তাদের আশঙ্কা রাজ জামিন পেয়ে গেলে বিদেশে পালিয়ে যাবেন। তখন নীরব মোদি বা মেহুল চোকসির মতো রাজকেও আর সহজে দেশে ফিরিয়ে আনা যাবে না । তাহলে এই পর্নোগ্রাফি কাণ্ডের কোন নিষ্পত্তি সম্ভব নয় । মঙ্গলবার রাজ কুন্দ্রার মামলার শুনানির সময় জামিনের আবেদনের বিরোধিতা করে মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়, রাজ কুন্দ্রা যদি জামিন পান তাহলে সমাজের কাছে ভুল বার্তা যাবে।রাজের আইনজীবী ও পুলিশ দুই পক্ষের অভিযোগ শুনে আপাতত ২০ অগাস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে জামিনের শুনানি।
মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার তদন্তকারীদের দাবি, পর্নোগ্রাফি কাণ্ডের অন্যতম অভিযুক্ত রাজ কুন্দ্রার গ্রেফতারের পর যদি তাঁকে এই মুহূর্তে জামিন দেওয়া হয়, তাহলে জেল থেকে বেরিয়েই রাজ বিদেশে পালিয়ে যাবেন। যদিও রাজ কুন্দ্রার আইনজীবী জামিনের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছেন, রাজ কুন্দ্রার বিরুদ্ধে তেমন কোনও পাকাপোক্ত প্রমাণ নেই। এমনকী, জুলাই মাসে পুলিশের তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছিল তাতে নাম ছিল না রাজ কুন্দ্রার। তবে এই বাকবিতণ্ডা পর্ব শেষে রেহাই পেলেন না রাজকুন্দ্রা এখনো কয়েকদিন তাকে হাজতবাস করতেই হচ্ছে স্বামীর জামিন ফের পিছিয়ে যাওয়ায় শিল্পা শেটি কোনো মন্তব্য করেননি।






































































































































