রাজ্যের নয়া উদ্যোগ, কলকাতা হাইকোর্টে চালু হচ্ছে ‘ক্রেশ’

0
1

কলকাতা হাইকোর্টে ক্রেশ সুবিধা চালুর জন্য কর্মী নিয়োগ করল রাজ্য সরকার। শিশুদের পরিচর্যার জন্য এক জন করে শিশু বিশেষজ্ঞ, সহায়তা কর্মী এবং নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে এই তথ্য জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনেক দফতরেও এই পরিষেবা আছে।

আরও পড়ুন- শুভেন্দুর কথায় নেচে মুখ্যমন্ত্রীকে “খেলা হবে দিবস” বাতিলের আর্জি রাজ্যপালের

ক্রেশে শিশুদের যাবতীয় পরিচর্যা করা হবে। সেখানে শিশুদের খেলাধুলোর পাশাপাশি খাওয়াদাওয়া ও চিকিৎসার ব্যবস্থা থাকছে।
কলকাতা হাইকোর্টে এই পরিষেবা চালু করার বিষয়ে ২০১৯ সালে রাজ্যের কাছে জানতে চেয়েছিল আদালত। পরে তৎকালীন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট চত্বরে ওই পরিষেবা চালু করতে রাজ্যের স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন।জানা গিয়েছে, হাইকোর্টের পুরনো ভবনের একটি ঘরে এর জন্য পরিকাঠামো তৈরি করা হবে।
কলকাতা হাইকোর্টে এই পরিষেবা চালুর ফলে আদালতের সঙ্গে জড়িত কর্মীরা উপকৃত হবেন বলে মত আইনজীবীদের একাংশের।

advt 19