বর্ধমান হস্টেল চত্বরে জুনিয়র চিকিৎসকের রক্তাক্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

0
1

হস্টেল (Hostel) চত্বর থেকে জুনিয়র চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College)। মৃতের নাম শেখ মোবারক হোসেন (Shek Mobarak Hussain)। পূর্ব বর্ধমানের (East Bardhawan) নাদনঘাটের বছর তেইশের ওই জুনিয়র চিকিৎসক সার্জারি বিভাগের হাউস স্টাফ ছিলেন। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।

 

অভিযোগ, মঙ্গলবার মধ্য রাতে মেডিক্যাল কলেজের ৩ নম্বর বয়েজ হস্টেলের পিছন থেকে মোবারক হোসেনকে রক্তাক্ত উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি খুন- খতিয়ে দেখছে পুলিশ।

 

তবে মৃত জুনিয়ার চিকিৎসকের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

 

advt 19