১৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের( Ipl) দ্বিতীয় পর্ব। তার আগে আইপিএলে করোনা( corona) ব্যবস্থা নিয়ে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিসিআই( bcci)। সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা আইপিএলের জন্য কনট্যাক্ট ট্রেসিং ডিভাইসগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লিগ চলাকালীন কোন ক্রিকেটার যদি কোভিড-১৯ পজিটিভ হয়, তাহলে বাবল ইন্টিগ্রিটি অফিসাররা তার প্রয়োজনীয় কনট্যাক্ট ট্রেস করবে। এমনটাই জানাচ্ছেন বিসিসিআইয়ের এক কর্তা।
তিনি বলেন,”বিসিসিআই কনট্যাক্ট ট্রেসিং ব্যান্ড পরার ধারণাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের জন্য তথ্য সরবরাহ করা কখনও কখনও কঠিন হয়। এছাড়াও এই বছরের শুরুতে আমাদের কাছে এমন কিছু ঘটনা ছিল যখন ডিভাইসগুলি ঠিকমতো ব্যবহার করা যায়নি। তাই খেলোয়াড়দের চলাফেরা এবং তারা যে একটি নির্দিষ্ট স্থান ছেড়ে অন্য জায়গায় গিয়েছে তা আপডেট করা হয়নি এবং খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা এটা অনেক পরে বুঝতে পেরেছে।”

এছাড়াও বলা হয়েছে বায়ো বাবলের প্রবেশ করার আগে হোটেলে ছয় দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আরও পড়ুন:দু’বছরের চুক্তিতে পিএসজির পথে মেসি: রিপোর্ট











































































































































