পিএসজিতেই (Psg) যাচ্ছেন লিওনেল মেসি(messi)। এমনটাই জানাচ্ছে এক বিদেশি সংবাদমাধ্যম। দুবছরের চুক্তিতে প্রায় ৬১০ কোটি ৫০ লক্ষ টাকায় তিনি সই করেছেন আর্জেনতাইন সুপারস্টার, এমনটাই জানান হচ্ছে তদের পক্ষ থেকে।
সেই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মেসির এজেন্ট তথা তাঁর বাবা জর্জ মেসি এবং তাঁর আইনজীবিরা বেশ কিছুদিন ধরে আলাপ আলোচনা করে পিএসজির সঙ্গে। এবং সবদিক খতিয়ে দেখার পর পিএসজির সঙ্গে সম্পূর্ণ চুক্তিতে পৌঁছেছেন ‘এলএম১০’।

গত রবিবারই বার্সার সাংবাদিক সম্মলনে এসে কান্নায় ভেঙে পড়েন লিও। তখনই তিনি জানিয়েছিলেন নতুন চুক্তি তৈরি তাঁর।
আরও পড়ুন:অলিম্পিক্সে ক্রিকেটের আগমনের জন্য বিড পাঠাচ্ছে আইসিসি










































































































































