বাংলাদেশ-ভারত বিমান চলাচল ফের শুরু করতে তৎপরতা

0
1

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল আবার শুরু করার বিষয়ে ঢাকার প্রস্তাবে দিল্লি সম্মতি দিয়েছে । প্রায় চার মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। সব ঠিকঠাক থাকলে দ্বিপক্ষীয় ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনার আওতায় চলতি সপ্তাহেই আবার দু’দেশের মধ্যে বিমান চলবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন-  এ বার আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল

এর আগে গত সপ্তাহেই বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে ভারতের কাছে বিমান চলাচল শুরু করার প্রস্তাব দেওয়া হয়। ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নানা দিক খতিয়ে দেখে সেই প্রস্তাবে অবশেষে সম্মতি দিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রেজানা গিয়েছে।
যদিও ঠিক কবে থেকে ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিক বিমান ফের চালানো সম্ভব হবে, সে ব্যাপারে মন্ত্রণালয়ের তরফে ভারতীয় এয়ারলাইনস সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে ।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান জানিয়েছেন, ‌‘আমাদের প্রস্তাব ছিল- ১১ অগস্ট থেকেই এয়ার বাবল সিস্টেমের অধীনে বিমান চলাচল আবার শুরু করা হোক। এখন দেখা যাক, ভারতীয় কর্তৃপক্ষর সঙ্গে আলোচনার মাধ্যমে কোন তারিখ চূড়ান্ত করা যায়।

advt 19