রবিবার দিন ছিল ইউপিএসসি (UPSC) পরীক্ষা । ইউপিএসসির প্রশ্নপত্রে প্রশ্ন এসেছে বাংলার ভোট সন্ত্রাস থেকে শুরু করে দিল্লির কৃষক আন্দোলন নিয়ে । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস । বিরোধীরা এই প্রশ্নপত্র অবিলম্বে বাতিলের দাবি তুলেছে । মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে (kolkata high Court)। আদালতে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। পাল্টা হলফনামা দিয়েছে সরকারপক্ষ। মামলার শুনানি শেষ। তবে, রায়দান স্থগিত রেখেছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ। ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’, ‘ভারতের সুরক্ষায় অনুপ্রবেশ বিতর্ক’, ‘রাজনীতিতে পরিবারতন্ত্র’। অবিলম্বে ‘ এই বিতর্কিত’ প্রশ্নপত্র বাতিলের দাবি তুলেছে তৃণমূল। কেন্দ্রের নিয়োগ-পরীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগে সরব বিরোধীরা।
দুশো শব্দে রিপোর্ট লিখতে বলা হয়েছে ইউপিএস পরীক্ষায়। প্রশ্ন এসেছে ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত, পক্ষে-বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ লেখো’!

































































































































