করোনা (Corona) আবহে রাজ্য বিজেপির (West Bengal BJP) মশাল মিছিল আটকাল কলকাতা পুলিশ (Kolkata Police)। উত্তর কলকাতার সেন্ট্রাল এভিনিউ থেকে দক্ষিণ কলকাতার ভবানীপুর-বেহালা, বিজেপির মশাল মিছিলকে কেন্দ্র করে সর্বত্র ধুন্ধুমার পরিস্থিতি। মিছিলে বাধা দিলে ধস্তাধস্তিতি থেকে শুরু করে পুলিশের ব্যারিকেড ভাঙা, কিছুই বাদ রাখলেন না গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। আইন-শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখানোর জন্য আটকও করা হয় বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের।
আরও পড়ুন- সোমবার রাতেই রাজধানীতে অভিষেক, মঙ্গলবার থেকে অধিবেশনে
প্রসঙ্গত, আজ ৯ অগাস্ট থেকে আগামী ১৬ অগাস্ট পর্যন্ত রাজ্যজুড়ে ”পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ” পালনের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। সোমবার কর্মসূচির প্রথম দিনে কলকাতার একাধিক জায়গায় মশাল মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা। কিন্তু সব জায়গাতেই তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ। খুব স্বাভাবিকভাবেই পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে, রাজ্য বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে ”নাটক” বলে কটাক্ষ করেছেন কলকাতা পুরসভার প্রশাসন বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim).








































































































































