দিনভর উত্তপ্ত উপত্যকা, রাতে রাজৌরি থেকে উদ্ধার জওয়ানের মৃতদেহ

0
2
রবিবার দিনভর জম্মু-কাশ্মীর জুড়ে চলে তল্লাশি অভিযান।এই অভিযানেই উদ্ধার হল এক জওয়ানের মৃতদেহ। রাজৌরিতে ২৪ বছর বয়সী ওই সেনার অস্বাভাবিক মৃত্যুতে উদ্বিগ্ন সেনাবাহিনীর আধিকারিক। গতকাল সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এদিন রাত ৮টা নাগাদ সেনা ছাউনি থেকে ওই জওয়ানের দেহ উদ্ধার হয়। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বাধীনতা দিবসের আগে রবিবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। এদিন এখানকার একাধিক জায়গায় এনকাউন্টার চালায় এনআইএ। কোথা থেকে জঙ্গিরা এত টাকা পাচ্ছে, এর পেছনে কোনও সন্ত্রাস মদত রয়েছে কিনা এই অভিযোগে গোটা উপত্যকাজুড়ে চলে তল্লাশি অভিযান। ১৪টি জেলার ৫৬টি জায়গায় তল্লাশি চলে। জামাত-ই-ইসলামির এক সদস্যর বাড়িতেও যায় তদন্তকারীরা। শ্রীনগর, সোপিয়ান, অনন্তনাগে চলে তল্লাশি। পাশাপাশি কুপওয়াড়া, পুলওয়ামা, রাজৌরিতেও দিনভর চলে তল্লাশি।
শনিবারই এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়। বদগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে ওই জঙ্গি মারা যায়। গোপন সূত্রে খবর পেয়ে বদগাম জেলার মোচুয়া এলাকায় এনকাউন্টার শুরু করে নিরাপত্তাবাহিনী। সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। শুরু হয় উভয় পক্ষের মধ্যে গুলির সংঘর্ষ। তাতেই এক জঙ্গির মৃত্যু হয়।