এবার জলযুদ্ধের ক্ষেত্রে রীতিমতো শক্তিশালী হয়ে উঠতে চলেছে ভারত। আসতে চলেছে দুনিয়ার সবথেকে শক্তিশালী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারপুন মিসাইল। ভারতকে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিল বাইডেন প্রশাসন। ফলে এবার আমেরিকা থেকে সরাসরি হারপুন মিসাইল ভারতে আসতে চলেছে খুব শীঘ্রই।
৮২ মিলিয়ন ডলার খরচ করে এই সমস্ত মিসাইল আনা হচ্ছে ভারতে। পেন্টাগন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারত আগেই এই হারপুন মিসাইল কেনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল। তার পাশাপাশি মিসাইল এর রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এদিন মার্কিন বাইডেন প্রশাসনের তরফ থেকে এই মিসাইলের বিক্রির বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। শুধু তাই নয়, এই মিসাইল বিক্রি হলে যে ভারত এবং আমেরিকার মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে তা আরো শক্তিশালী হবে।
জানা যাচ্ছে এই ১৯৭৭ সালে এই মিসাইল তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে, যে কোনও আবহাওয়ায় দুনিয়ার যে কোনও প্রান্তে সমানভাবে এই মিসাইল কাজ করতে পারে।
তার পাশাপাশি সমুদ্রের অনেকটা নিচে থেকে এই মিসাইল উড়ে যাবে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হবে। এর ফলে, জলযুদ্ধের ক্ষেত্রে ভারত বর্তমানে অনেকটাই শক্তিশালী হতে চলেছে ।