অবশেষে অয়েল ট্যাঙ্কার মালিকদের ধর্মঘট উঠল শনিবার দুপুরে। বাতিল হলো বিতর্কের মূলে থাকা নয়া টেন্ডার। পরে আলোচনার ভিত্তিতে নতুন টেন্ডার পেশ করা হবে। ফলে শনিবার রাত থেকেই আইওসি পেট্রল পাম্পে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:উপত্যকায় পুলিশি এনকাউন্টার, নিহত ১ জঙ্গি
অয়েল লোডিং এলাকা থেকে ইন্ডিয়ান অয়েলর (আইওসি) পাম্পে তেল নিয়ে আসা নিয়ে ট্যাঙ্কারের নতুন দরপত্র চাওয়া হয়। সেখান থেকে গণ্ডগোলের সূত্রপাত। সেই দরপত্রে খরচার উপর রাশ টানা হয়। ট্যাঙ্কার মালিকরা পরিস্কার জানিয়ে দেন, এই দরপত্র তাঁরা মানছেন না। অনড় থাকে আইওসি কর্তৃপক্ষও। জেদাজেদিতে জটিলতা বাড়ে। ট্যাঙ্কার মালিকরা ধর্মঘটের ডাক দেন বৃহস্পতিবার রাত থেকে। পাম্পে তেলের ট্যাঙ্কার আসা বন্ধ হয়। আইওসির ২৪০টি আউটলেটে পেট্রল-ডিজেলের মজুত কমতে থাকে। অশনি সঙ্কেত দেখেন সকলেই। পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন পরিস্থিতি থেকে বের হতে শনিবার সকালেই মুখ্যসচিবকে চিঠি দেয়। রাজ্য সরকারকে চিঠি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আইওসি নতুন টেন্ডার বাতিলের কথা জানায়। তার কিছুক্ষণ পরেই ট্যাঙ্কার মালিকরা ধর্মঘট তুলে নেন। আপ লোডিং এলাকায় প্রচুর ট্যাঙ্কার লাইনে দাঁড়িয়ে। ফলে স্বাভাবিক হতে সন্ধে গড়িয়ে যাবে। পরে ত্রিপাক্ষিক বৈঠকে নয়া দরপত্র নিয়ে আলোচনা হবে।














































































































































