ভ্যাকসিনের সঙ্কট মেটাতে ফের টিকা এল রাজ্যে। শনিবার মোট ৩ লক্ষ ৫৬ হাজার কোভিশিল্ড ও ১ লক্ষ কোভ্যাকসিনের ডোজ এসে পৌঁছেছে। এগুলি রাজ্যের কয়েকটি জেলায় বন্টন করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জেলায় জেলায় ভ্যাকসিনের ভোগান্তিতে বিক্ষোভ লেগেই রয়েছে। গতকালই কলকাতা পুরসভার ভ্যাকসিনেশন ক্যাম্পগুলিতে নোটিশ দিয়ে কোভিশিল্ডের ঘাটতির কথা জানানো হয়েছিল। সেই কারণেই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আজও টিকা নিতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
প্রসঙ্গত গত সপ্তাহে কোভ্যাকসিনের ডোজ এলেও মান খারাপ থাকায় সেগুলি আবার ফেরত পাঠানো হয়। তারপর গতকালই টিকা নিয়ে বিজেপি সরকার শাসিত রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের টিকা পাওয়ার বৈষম্যের কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এবং তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। এরপরই আজ রাজ্যে ভ্যাকসিনের ডোজ এসে পৌঁছয়। জানা গেছে কলকাতা পুরসভা, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই ভ্যাকসিন বণ্টন করা হবে।
