পূর্বাভাস মতোই শনিবার বেলা গড়াতেই কলকাতার (Kolkata) আকাশ কালো করে বৃষ্টি (Rain) নেমেছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে আশপাশের জেলাতেও।
শুক্রবার, বিকেলে আবহাওয়ার (Weather) কিছুটা হলেও উন্নতি হয়। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই সকাল দশটা থেকে অন্ধকার নামে মহানগরীর বুকে। সকাল না সন্ধে তা বোঝার উপায় থাকে না। এরপরেই মুহুর্মুহু বজ্রপাত এবং তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। তবে রবিবার থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:“আমরা সবাই মমতার পাশে আছি”, এবার কলকাতায় এসে বার্তা অভিনেত্রী শাবানা আজমির













































































































































