#এবার ত্রিপুরা। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে প্রথম ত্রিপুরা সফরে লক্ষ্য স্থির করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এরপর সেই লড়াইয়ের ভিত মজবুত করতে যান রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সফরসূচিতে নানা বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেন তিনি। দেখা করেন অনেক সংগঠনের সঙ্গেও। আর যতক্ষণ তিনি ত্রিপুরায় ছিলেন, ততক্ষণ তাঁর উপর নজর রাখা হয়। এমনটাই অভিযোগ কুণালের। আর সেই অভিযোগের সাপেক্ষে শনিবার সকালে একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সেখানে দেখা যাচ্ছে, কুণালের গাড়ির পিছনে দুটি বাইকে দুই যুবক সমানে ফলো করে যাচ্ছেন।
ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ লেখেন,
“ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী। ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি। শহরেও নজরদারি। পিছনে থাকছে। ফোনে জানাচ্ছে কাউকে।
আমার পেছনে এত সময় দেওয়ার জন্য ছেলেগুলির কত কষ্ট হল।”
এরপরই চূড়ান্ত ব্যঙ্গ করে কুণাল লেখেন,
“আহা রে
ধন্যবাদ বিজেপি।
আবার যাব।”
ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী। ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি। শহরেও নজরদারি। পিছনে থাকছে। ফোনে জানাচ্ছে কাউকে।
আমার পেছনে এত সময় দেওয়ার জন্য ছেলেগুলির কত কষ্ট হল। আহা রে!
ধন্যবাদ বিজেপি।
আবার যাব। pic.twitter.com/avXYaz0C7a— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 7, 2021
যে কায়দায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (Biplab Dev), “১৫ দিন পরে আবার আসব, ক্ষমতা থাকলে আটকাবেন”। ঠিক একইভাবে কুণাল ঘোষ বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, যতই নজরদারি করা হোক না কেন, বারবার ত্রিপুরা যাবেন তিনি, যাবেন তৃণমূল নেতৃত্ব। কারণ ২০২৩-এ সেখানে মানুষের মহাজোটে তৃণমূলের সরকার গঠনই এখন লক্ষ্য তাঁদের।
আরও পড়ুন:রাতে রাস্তায় কেন? কোভিড বিধি ভাঙায় অভিনেত্রী ইশা সাহার গাড়ি আটকালো পুলিশ