টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics )আবারও পদক জয় ভারতের( india)। শনিবার কুস্তিতে ব্রোঞ্জ পদক জয় বজরং পুনিয়ার( bajrang puia)। এদিন ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে দৌলত নিয়াজবেকভকে হারান ভারতীয় এই কুস্তিগীর। সেমিফাইনালে হারের কারণে আগেই সোনা, রুপো দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে শনিবার এই জয় পেয়ে উচ্ছসিত পুনিয়া।
ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান বজরং পুনিয়া। ব্রোঞ্জ মেডেল বাউটে বজরং ৮-০ ব্যাবধানে পরাজিত করেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখস্তানের নিয়াজবেকভকে।
আরও পড়ুন:পিএসজিতে মেসি! জল্পনা তুঙ্গে













































































































































