কংগ্রেসের সঙ্গে জোট কেন,প্রশ্নের মুখে বঙ্গ সিপিআইএম নেতৃত্ব

0
1

২১এর বিধানসভা নির্বাচনে বঙ্গ সিপিআইএমের ফল ‘শূন্য’। এরজন্য আলিমুদ্দিনকেই দায়ী করল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি। গতকালের সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রশ্ন করা হয়, কেন কংগ্রেসকে জোটসঙ্গী করা হল? আর এই প্রশ্নেই কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বঙ্গ সিপিআইএম নেতৃত্ব।

কারাট শিবির এদিন বলেন, কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কারণেই পশ্চিমবঙ্গে একটাও আসন পায়নি বামেরা। তবে এপ্রসঙ্গে রামচন্দ্র ডোম, রবীন দেব, আভাস রায়চৌধুরীদের সাফাই ২০১৮ পার্টি কংগ্রেসে বলা হয়েছিল, বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করে লড়াই করতে হবে। তাই কংগ্রেসকে নেওয়া হয়।’ তা খারিজ করে দেন অন্য রাজ্যের প্রতিনিধিরা। তাঁদের পাল্টা বক্তব্য, আপনারা অতিরিক্ত উদ্যোগ নিয়েছেন, তা ফলাফলে স্পষ্ট হয়েছে। কারাটপন্থীদের মতে, বৃহত্তর বাম ঐক্য ও বাম শক্তিকে একত্র রাখার ভাবনাতেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল। কিন্তু প্রশ্ন উঠছে, সব দোষ কি বাংলার নেতাদের? ব্রিগেডে তো এক মঞ্চে ছিলেন সীতারাম ইয়েচুরি ও অধীর চৌধুরী। ওই মঞ্চ থেকে ‘সংযুক্ত মোর্চা’র ঘোষণা করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক।

আগামীকাল পর্যন্ত এই কেন্দ্রীয় কমিটির এই বৈঠক চলবে। আর তাতে আরও প্রশ্নের মুখোমুখি হতে হবে বঙ্গ সিপিআই এম নেতৃত্বকে বলে মনে করছেন বিমান, সুজনরা।