হাওড়ায় বন্যা দুর্গত মানুষের পাশে অরূপ, দিলেন আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ

0
1

হাওড়া (Howrah) জেলার উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বন্যা (Flood) পরিস্থিতি খতিয়ে দেখতে ভবানীপুর ঘোষপাড়ায় রাজ্যের সমবায় তথা জেলার শীর্ষ তৃণমূল (TMC) নেতা মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। এদিন আজ, শনিবার নিজে জলে নেমে বন্যা পরিস্থিতি দেখেন তিনি। এদিন মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা (Samir Panja), পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা।

আরও পড়ুন:ট্যাঙ্কার ধর্মঘটে বাড়ছে সঙ্কট, জট কাটাতে মুখ্যসচিবকে চিঠি ডিলার্স অ্যাসোসিয়েশনের

এলাকা পরিদর্শন ছাড়াও মন্ত্রী অরূপ রায় দুর্গত এলাকার মানুষদের হাতে ত্রাণ-সামগ্রীও তুলে দেন। বন্যা কবলিত হাওড়া জেলার পুনর্গঠনের জন্য সমবায় দফতরের পক্ষ থেকে আড়াই কোটি টাকা দেওয়ার কথা ঘোষণাও করেছেন অরূপ রায়।

উল্লেখ্য, সম্প্রতি উদয়নারায়ণপুর ও আমতায় গিয়ে এক হাঁটু জলে দাঁড়িয়ে স্থানীয় মানুষের দুর্দশার কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।