রাতে রাস্তায় কেন? কোভিড বিধি ভাঙায় অভিনেত্রী ইশা সাহার গাড়ি আটকালো পুলিশ

0
1

করোনা (Corona) মোকাবিলায় রাজ্যজুড়ে চলছে কড়া বিধি-নিষেধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারুরি পরিষেবা ছাড়া রাস্তায় বের হওয়ায় নিষেধ। শহরের প্রতিটি চলছে পুলিশি নজরদারি ও টহলদারি। বিভিন্ন মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং। গতকাল, শুক্রবার রাত ১০টা নাগাদ সল্টলেকের (Salt Lake) ৪ গেটের কাছে এমনই এক নাকা চেকিং পয়েন্ট একটি গাড়ি আটকায় পুলিশ। গাড়ির পিছনে বসে ছিলেন অভিনেত্রী (Actresses) ইশা সাহা (Issa Saha)। রাত ৯টার পর কেন তিনি রাস্তায়? ইশার কাছে জানতে চান অফিসাররা।

আরও অভিযোগ, গাড়ির যথোপযুক্ত কাগজ দেখাতে পারেননি চালক। এরপর গাড়িটি বিধাননগর উত্তর থানায় (Bidhannagar North PS) নিয়ে যায় পুলিশ। তাই গাড়ির বিরুদ্ধে মোটর ভেহিকেলস আইনে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন:২০২২-এর উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে নির্দেশিকা জারি সংসদের, কী থাকছে তাতে?