দিলীপ ঘোষের জায়গায় কে নেবেন দায়িত্বভার? জল্পনা ওড়ালেন বিজেপির রাজ্য সভাপতি

0
1

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জায়গায় কে নেবেন দায়িত্বভার? কারণ, এবার রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হচ্ছে। বিজেপির রীতি অনুযায়ী, দুবার রাজ্য সভাপতির পদে থাকা যায় না। তাই দলীয় নিয়মেই এবার সরে যেতে হবে দিলীপ ঘোষকে। কিন্তু তাঁর জায়গায় কে বসবেন, এ নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে চর্চা চলছিল।
সব ঠিকঠাক থাকলে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই দায়িত্ব পেতে চলেছেন ।বিজেপি সূত্রে জানা গিয়েছে , সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সভাপতি দিলীপের কাছে নতুন রাজ্য সভাপতির জন্য নাম প্রস্তাব করতে বলেন। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছেন দিলীপ ঘোষ নিজেই।

যদিও খোদ  দিলীপ ঘোষ জানিয়েছেন,  এমন কোনও কথাই হয়নি। মনগড়া খবর নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই । দল যা সিদ্ধান্ত নেবে তা সময়েই জানতে পারবেন সবাই ।