প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফল। আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান ফলপ্রকাশ করেন। তিনি জানান, চলতি বছরে মোট পরীক্ষার্থীর ৯৯.৫ শতাংশই পাশ করেছেন। র্যাঙ্ক পেয়েছেন মোট ৬৪ হাজার ৮৫০ জন। এদের মধ্যে প্রথম হয়েছেন, পাঞ্চজন্য দে।
শুক্রবার দুপুর আড়াইটেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে একটি সাংবাদিক বৈঠকে জয়েন্টের ফল ঘোষণা করা হয়। একই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষের তরফে জানানো হয় ১৩ আগস্ট থেকে শুরু হবে কাউন্সেলিং।তিনটি পর্যায়ে কাউন্সেলিং হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ফলপ্রকাশের কথা জানায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এ বছর জয়েন্ট পরীক্ষা দিয়েছিলেন ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে রাজ্যের ৬০ হাজার ১০৫ জন পরীক্ষার্থী এবং ভিন রাজ্যের ৩১ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী ছিলেন।আজই দুপুর সাড়ে তিনটে থেকে ফল জানতে পারবেন পড়ুয়ারা।
জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট-
- পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (nic.in) থেকে ফল দেখা যাবে।
 - WBJEE Result 2020 লিঙ্কে ক্লিক করুন।
 - নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Submit করুন।
 - স্ক্রিনে আপনার রেজাল্ট (WBJEE Result 2020) দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।
 - এছাড়াও in সাইটে গিয়েও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
 






 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

























































































































