ত্রিপুরায় আক্রান্ত অভিষেক, রাজ্যপালকে একহাত নিলেন পার্থ

0
6

ফের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে পাশের রাজ্য ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন। যা নিয়ে শুধু রাজ্য নয়, সর্বভারতীয় রাজনীতিতে তোলপাড়, সেখানে একটি মাত্র শব্দও ব্যয় করলেন না রাজ্যপাল।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যে রাজ্যপাল কথায় কথায় টুইট করেন, সেই রাজ্যপাল এমন অগণতান্ত্রিক নক্করজনক ঘটনায় কোনও কথা বললেন না, এটাই অবাক করছে। তাহলে কি বিশেষ বিশেষ ঘটনায় রাজ্যপাল জেগে ওঠেন?”

তিনি আরও বলেন, “রাজ্যপাল তো বিশেষ একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। এটা আগেও প্রমাণ হয়েছে। তা না হলে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একজন সাংসদের ওপর হামলা হল পাশের রাজ্য ত্রিপুরায়, আর উনি চুপ থেকে প্রমাণ দিলেন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি।”

আরও পড়ুন- উপনির্বাচন: শুক্রবার ফের কমিশনে যাচ্ছে তৃণমূল