যোগান নেই, শুক্রবার কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে মিলবে না কোভিশিল্ড

0
1

আগামীকাল কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্যকেন্দ্রে মিলবে না কোভিশিল্ড। ১০২টি ক্যাম্প, ৫০টি মেগাকেন্দ্রে মিলবে না কোভিশিল্ড (Covishield)। কোভিশিল্ডের জোগান না থাকার কারণ দেখিয়ে  বিজ্ঞপ্তি পুরসভার।

কলকাতা পুরসভাতে কোভিশিল্ডের ভাঁড়ার শূন্য। ফলে শুক্রবার থেকে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ কোভিশিল্ড (Covishield) টিকাকরণ। যার জেরে প্রবল দুশ্চিন্তায় শহরবাসী। কতদিনে ফের টিকাকরণ শুরু হবে তা অজানা।

রাজ্যের চাহিদা মতো ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র। এই ভ্যাকসিনের অভাবের জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে রাজ্যবাসীকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহু মানুষ টিকা পাচ্ছেন না। তবে অভাব থাকলেও কলকাতা পুরসভার তরফে চলছিল ভ্যাকসিনেশন। কিন্তু আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা পুরসভার কোনও টিকাকেন্দ্রেেই মিলবে না কোভিশিল্ড।বৃহস্পতিবার পুরসভার কমিশনার বিনোদ কুমার জানিয়েছে, কোভিশিল্ড না থাকায় আগামিকাল থেকে কলকাতার যে ১৫২ টি জায়গায় ওই টিকা দেওয়া হত, তা বন্ধ থাকবে। তবে কোভ্যাক্সিনের (Covaxin) দুটি ডোজই পাওয়া যাবে।