বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল ভারত-ইংল্যান্ড ( India vs england)প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ২৫ । ৭০ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
আজ, ছিল ভারত-ইংল্যান্ডের (India vs England ) প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ২৭৮ রান করে ভারত। ভারতের হয়ে দুরন্ত ব্যাট করেন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। ৮৪ রান করেন রাহুল। জাড্ডু করেন ৫৬। পন্থ করেন ২৫। ইংল্যান্ডের হয়ে ৫টি উইকেট নিয়েছেন ওলি রবিনসন। বিরাট কোহলিসহ ৪টি উইকেট নেন জেমস অ্যান্ডারসন।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হতেই ভিলেন সেই বৃষ্টি। যার ফলে তৃতীয় দিনও হল না পুরোপুরি খেলা। সময়ের আগেই শুক্রবার মাঠ ছাড়লেন বিরাট কোহলিরা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২৫ রান দিয়ে শেষ হল তৃতীয় দিনের ম্যাচ।
আরও পড়ুন:শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তিজট কাটাতে গঠন করা হল কোর কমিটি











































































































































