বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিলো ধূপগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাত যুবককে গ্রেফতার করলো ধূপগুড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বেশকিছু ধারালো অস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বলেরো গাড়ি বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, গভীর রাতে তারা ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে ধূপগুড়ির ঠাকুরপাঠ সংলগ্ন ফনির মাঠ এলাকায় জড়ো হয়েছিল কোন এক নাশকতা বা ডাকাতির উদ্দেশ্যে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে প্রথমে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে কথায় অসংগতি পেলে তাদেরকে গ্রেফতার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃতরা সকলেই ফালাকাটা, বীরপাড়া ও ডুয়ার্সের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ।
ধৃতদের নাম দশরথ মন্ডল ( ২৬), খুরশিদ আলম (২৫),অমিত দাস (৩১), রতন বড়াই (৩১), সুভাষ রায় (৩৫),রাজিবুল ইসলাম (২৩),রাকেশ দাস (৩৫)। এই ঘটনার পেছনে আরো কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ, এমনকি তাদের কোন পুরনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত ফোনে জানান, ৭ জনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। গতকাল রাতে তাদের ঠাকুর পাঠ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে, একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।